লেখক: আবুল মনসুর আহমদ
রাজনীতির ক খ
পথ চলিতে চলিতে গলা ফাটাইয়া গান গাওয়া পাড়া গাঁয়ে বহুৎ পুরান রেওয়াজ। খেতে-খামারে মাঠে-ময়দানে ভাটিয়ালি গাওয়ারই এটা বোধ হয় অনুকরণ। আমাদের ছেলেবেলায়ও এটা চালু ছিল। আমরা মকতব পাঠশালার পড়ুয়ারাও গলা ফাটাইতাম পথে-ঘাটে। তবে আমরা নাজায়েয গান গাইয়া গলা ফাটাইতাম না। গানের বদলে আমরা গলা সাফ করিতাম ফারসী গযল গাইয়া, বয়েত যিকির করিয়া এবং পাঠ্য-পুস্তকের কবিতা ও পুঁথির পয়ার আবির্তি (আবৃত্তি) করিয়া। এ সবের মধ্যে যে পয়ারটি আমার কচি বুকে বিজলি ছুটাইত এবং আজো এই বুড়া হাড়ে যার রেশ বাজে তা এইঃ
তখনও বাংলা পুঁথিতে নযর চলে নাই। 'মহাভা-মহাভা-রতে-রক'র মত বানান করিয়া পড়িতে পারি মাত্র। কারণ তখন আমি আরবী-ফারসী পড়ার মাদ্রাসা নামক মকতবের তালবিলিম। চাচাজী মুনশী ছমিরদ্দিন ফরাসী ছিলেন আমাদের উস্তাদ। শুধু পড়ার উস্তাদই ছিলেন না। খোশ এল্হানে কেরাত পড়া ও সুর করিয়া পুঁথি পড়ারও উস্তাদ ছিলেন তিনি। চাচাজী এবং হুসেন আলী ফরাযী ও উসমান আলী ফকির নামে আমার দুই মামুও পুঁথি পড়ায় খুব মশহুর ছিলেন। মিঠা দরায গলায় তাঁরা যে সব পুঁথি পড়িতেন তার অনেক মিছরাই আমার ছিল একদম মুখস্থ। উপরের পয়ারটি তারই একটি। কেচ্ছা-কাহিনীর শাহনামা। আলেফ লায়লা, কাছাছুল আম্বিয়া, শহিদে কারবালা, মসলা মসায়েলের ফেকায়ে-মোহাম্মদী ও নিয়ামতে দুনিয়া ও আখেরাত ইত্যাদি পুঁথি কেতাবের মধ্যে দু'চার খানা ছোট-ছোট জেহাদী রেসালাও ছিল আমাদের বাড়িতে। পশ্চিম হইতে জেহাদী মৌলবীরা বছরে দুই-তিনবার আসিতেন আমাদের এলাকায়। থাকিতেন প্রধানতঃ আমাদের বাড়িতে। তাঁরাই বস্তানিতে লুকাইয়া আনিতেন এ সব পুস্তক। আমাদের বাড়িতে থাকিয়া এঁরা মগরেবের পর ওয়াজ করিতেন। চাঁদা উঠাইতেন। লেখাপড়া-জানা লোকের কাছে এই সব কিতাব বিক্রয় করিতেন 'নাম মাত্র মূল্যে'।
আল্লা যদি করে ভাই লাহোরে যাইব
হুথায় শিখের সাথে জেহাদ করিব।
জিতিলে হইব গাযী মরিলে শহিদ
জানের বদলে যিন্দা রহিবে তৌহিদ।
একটি চটি পুঁথির পয়ার এটি
তখনও বাংলা পুঁথিতে নযর চলে নাই। 'মহাভা-মহাভা-রতে-রক'র মত বানান করিয়া পড়িতে পারি মাত্র। কারণ তখন আমি আরবী-ফারসী পড়ার মাদ্রাসা নামক মকতবের তালবিলিম। চাচাজী মুনশী ছমিরদ্দিন ফরাসী ছিলেন আমাদের উস্তাদ। শুধু পড়ার উস্তাদই ছিলেন না। খোশ এল্হানে কেরাত পড়া ও সুর করিয়া পুঁথি পড়ারও উস্তাদ ছিলেন তিনি। চাচাজী এবং হুসেন আলী ফরাযী ও উসমান আলী ফকির নামে আমার দুই মামুও পুঁথি পড়ায় খুব মশহুর ছিলেন। মিঠা দরায গলায় তাঁরা যে সব পুঁথি পড়িতেন তার অনেক মিছরাই আমার ছিল একদম মুখস্থ। উপরের পয়ারটি তারই একটি। কেচ্ছা-কাহিনীর শাহনামা। আলেফ লায়লা, কাছাছুল আম্বিয়া, শহিদে কারবালা, মসলা মসায়েলের ফেকায়ে-মোহাম্মদী ও নিয়ামতে দুনিয়া ও আখেরাত ইত্যাদি পুঁথি কেতাবের মধ্যে দু'চার খানা ছোট-ছোট জেহাদী রেসালাও ছিল আমাদের বাড়িতে। পশ্চিম হইতে জেহাদী মৌলবীরা বছরে দুই-তিনবার আসিতেন আমাদের এলাকায়। থাকিতেন প্রধানতঃ আমাদের বাড়িতে। তাঁরাই বস্তানিতে লুকাইয়া আনিতেন এ সব পুস্তক। আমাদের বাড়িতে থাকিয়া এঁরা মগরেবের পর ওয়াজ করিতেন। চাঁদা উঠাইতেন। লেখাপড়া-জানা লোকের কাছে এই সব কিতাব বিক্রয় করিতেন 'নাম মাত্র মূল্যে'।বইটিতে যা যা রয়েছে/আলোচিত অধ্যায়:-
- রাজনীতির ক খ
- বেংগল প্যাক্ট
- প্রজা-সমিতি প্রতিষ্ঠা
- ময়মনসিংহে সংগঠন
- প্রজা আন্দোলন দানা বাঁধিল
- আইন পরিষদে প্রজা পার্টি
- নির্বাচন-যুদ্ধ
- হক মন্ত্রিসভা গঠন
- কালতামামি
- পাকিস্তান হাসিল
- কলিকাতায় শেষ দিনগুলি
- কালতামামি
- যুক্তফ্রন্টের ভূমিকা
- পাপ ও শাস্তি
- ওযারতি প্রাপ্তি
- ওযারতি শুরু
- ভারত সফর
- কত অজানারে
- ওযারতি লষ্ট
- ঘনঘটা
- ঝড়ে তছনছ
- কালতামামি
- পুনশ্চ
- স্বাধীন সার্বভৌম বাংলাদেশ
- নয়া যমানার পদধ্বনি
- ইয়াহিয়া-মুজিব বৈঠক
- মুক্তিযুদ্ধ-জন-যুদ্ধ
- মুজিবহীন বাংলাদেশ
- নৌকার হাইলে মুজিব
- সংবিধান রচনা
- কালতামামি
- ইংগিত
ডাউনলোড Download: রাজনীতির পঞ্চাশ বছর pdf
পোস্ট ট্যাগ:
pdf free download, আবুল মনসুর আহমদ Pdf Download, Abul Mansur Ahmed, Rajnitir Ponchas Bochor, মূলধারা বাংলাদেশ, বাংলাদেশ রাজনীতির ৫০ বছর, যে বইগুলো জীবনে একবার হলেও পড়া উচিত, কিছু বিখ্যাত বইয়ের পিডিএফ সংগ্রহ, ২০০+ বই ও লেখক PDF, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর রিভিউ, আবুল মনসুর আহমদ, বিশ্ব রাজনীতির ১০০ বছর ১ম খন্ড pdf download, আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর লেখক কে।
Post a Comment