কুরআন বুঝা সহজ | পিডিএফ | Quran Bujha Sohoj | pdf

লেখক: অধ্যাপক গোলাম আযম

Quran Bujha Sohoj


কুরআন পাক মানব জাতির সঠিক হেদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। তাই এর নাম হলো কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। এ কিতাব শেষ নবী ও শ্রেষ্ঠতম রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অহী যোগে নাযিল করা হয়েছে। এ কিতাব শুদ্ধভাবে পড়ে শুনানো এবং এর সঠিক অর্থ বুঝিয়ে দেয়ার দায়িত্বও রাসূলের উপরই দেয়া হয়েছিল।

আল্লাহ তায়ালা এ কিতাবের রচয়িতা এবং রাসূল (সাঃ)-এর ব্যাখ্যাদাতা। মানব জাতির পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি এ কিতাবের শিক্ষার উপরই নির্ভরশীল। তাই এ কিতাব সব মানুষের পক্ষেই বুঝতে পারা সম্ভব। অবশ্য সবাই এ থেকে উপদেশ গ্রহণ করার যোগ্য না-ও হতে পারে।

আল্লাহ পাক কুরআন সম্পর্কে বলেছেন,

এটা মানুষের জন্য এক বিবৃতি এবং মুত্তাকিদের জন্য হেদায়াত ও উপদেশ

-আলে ইমরান : ১৩৮

কুরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য কুরআনকে বুঝতে পারাই হলো পয়লা শর্ত। বুঝবার সাথে সাথে তাকওয়ার শর্তও থাকতে হবে। কুরআন যা মানতে বলে তা মানতে রাজী হওয়া এবং যা ছাড়তে বলে তা ছাড়তে প্রস্তুত থাকাই হলো তাকওয়া। কিন্তু যে কুরআন বুঝে না সে কি করে তাকওয়ার পথে চলবে ? তাই সবাইকেই পয়লা কুরআন বুঝতে হবে।

অবশ্য কুরআন বুঝবার মান সবার এক হতে পারে না। যার যার যোগ্যতা অনুযায়ী মান ভিন্ন ভিন্ন হবেই। আল্লাহ পাক কারো কাছ থেকেই তার যোগ্যতার অতিরিক্ত দাবী করেন না। কিন্তু দুনিয়ার জীবনে প্রত্যেককেই যে সব দায়িত্ব পালন করতে হয় তা কুরআনের শিক্ষা অনুযায়ী হতে হবে। যারা পড়তে জানে না তারা কুরআনের শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে জেনে নিয়ে তাদের দায়িত্ব পালন করবে।

কিন্তু যারা পার্থিব জীবনের সামান্য ৫০/৬০ বছরের মধ্যে ২০/৩০ বছর শুধু রুজি রোজগারের জন্যই বিভিন্ন শিক্ষায় খরচ করে, তারা যদি কুরআনকে ভালভাবে বুঝবার চেষ্টা না করে তাহলে আখিরাতে আল্লাহর কাছে কী কৈফিয়ৎ দেবে ? দুনিয়াতে এত বিদ্যা শিখেও কুরআন সম্পর্কে জাহেল থাকা সত্যিই চরম লজ্জার বিষয়।

যারা কিছু লেখাপড়া জানে তাদের পক্ষে কুরআন বুঝা সম্ভব এবং একটু মনোযোগ দিলে এটা সহজও বটে। আরবী ভাষা যারা মোটামুটি বুঝে তারা কুরআন বুঝতে যে বেশী তৃপ্তি বোধ করে তাতে সন্দেহ নেই। কিন্তু কুরআন বুঝবার জন্য আরবী জানা শর্ত নয়। অন্যকে কুরআন বুঝাতে হলে আরবী অবশ্যই জানতে হবে। কিন্তু আরবী না জানলেও কুরআনের বক্তব্য বুঝা সম্ভব।

যারা আরবী না জানা সত্ত্বেও কুরআন বুঝবার চেষ্টা করতে চান তাদের জন্য এ পুস্তিকায় 'সিনপসিস্' (সংক্ষিপ্ত ইংগিত) আকারে প্রয়োজনীয় গাইড লাইন দেবার চেষ্টা করেছি। আরবী ভাষা জানা লোকদের জন্যও এ পুস্তিকাটি সহায়ক হবে বলে আমার বিশ্বাস। 

কুরআন ও অন্যান্য কিতাবের মধ্যে পার্থক্য


ক. কুরআন প্রচলিত বই এর মত এক সাথে লিখিত আকারে পাঠানো হয়নি। ২৩ বছরে ইসলামী আন্দোলনের বিভিন্ন অবস্থাকে সামনে রেখে কিছু কিছু করে বক্তৃতার আকারে নাযিল হয়েছে।

খ. গোটা কুরআনের বিষয় ভিত্তিক কোন নাম নেই। এর সব কয়টি নামই গুণবাচক। যেমন : কুরআন (যা পাঠ করা হয়, যা পড়া কর্তব্য)। ফুরকান (যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়)। নূর (যা সঠিক জ্ঞান অর্জনের যোগ্য আলো দান করে)। যিকর (যা নির্ভুল উপদেশ দান করে, যা ভুলে যাওয়া শিক্ষা মনে করিয়ে দেয়)। আল- কিতাব (একমাত্র কিতাব যা 'লাওহি মাহফুযে' হিফাযত করা আছে)।

গ. ১১৪টি সূরার মধ্যে ৯টি সূরা ছাড়া ১০৫টি সূরার বিষয় ভিত্তিক নাম নেই। শুধু পরিচয়ের জন্য বিভিন্ন নাম দেয়া হয়েছে। সূরার কোন একটি শব্দ বা অক্ষর থেকেই নামকরণ করা হয়েছে।

ঘ. নিম্নের নয়টি সূরার নাম ও আলোচ্য বিষয় এক ঃ
১. ৫৫নং সূরা-আর রাহমান
২. ৬৩নং সূরা-আল মুনাফেকুন ৩. ৬৫নং সূরা-আত তালাক
৪. ৭১নং সূরা-নূহ
৫. ৭২নং সূরা-জ্বিন
৬. ৭৫নং সূরা-আল কিয়ামাহ্ ৭. ৯৭নং সূরা-আল কাদর
৮. ১০১নং সূরা-আল কারিয়াহ
৯. ১১২নং সূরা-আল ইখলাস শেষ সূরাটির নাম সূরার মধ্যে নেই। এ নামটি গুণবাচক। অন্যান্য সূরার নাম যে শব্দে রাখা হয়েছে তা সূরা থেকেই নেয়া হয়েছে ।
কুরআন বুঝা সহজ १

ঙ. কুরআনের ভাষা সাধারণত টেলিগ্রামের মত সংক্ষিপ্ত। যিনি পাঠিয়েছেন তিনিই এর সঠিক অর্থ জানেন। যার কাছে পাঠানো হয়েছে তাঁকেই সঠিক অর্থ বুঝিয়ে দেয়া হয়েছে। তাই তাঁর শেখান অর্থই একমাত্র নির্ভরযোগ্য।

সূচীপত্র:

১-৩. কুরআন ও রাসূলের দায়িত্ব
৪. কুরআনের আন্দোলনমুখী তাফসীর
৫. গোটা কুরআনের পটভূমি
৬. সমাজ বিপ্লবের উপযোগী আন্দোলনের পরিচয়
৭. রাসূল (সাঃ)-এর আন্দোলনের বিভিন্ন যুগ ও স্তর ৮. মাদানী যুগের ঘটনা
৯. মাক্কী সূরার বৈশিষ্ট্য
১০. মাদানী সূরার বৈশিষ্ট্য
১১. কুরআনের অন্যান্য বৈশিষ্ট্য সংখ্যা
১২. মাক্কী ও মাদানী সূরার ১৩. মাক্কী সূরার তালিকা
১৪. মাদানী সূরার তালিকা
১৫. মাক্কী সূরার শ্রেণীবিন্যাস
১৬. সূরার সংখ্যা ভিত্তিক হিসাব
১৭. কুরআনের আলোচ্য বিষয়
১৮. কুরআনের আলোচনা কৌশল
১৯. আন্দোলনের দৃষ্টিতে অধ্যয়ন
২০. অধ্যয়নের টেকনিক
২১. নবী কাহিনীর উদ্দেশ্য
২২. কুরআনের শিক্ষা ব্যাপক করার উপায়
২৩. দারসে কুরআনের পদ্ধতি
২৪. কুরআনের মর্মার্থ ধরা
২৫. মোট আয়াত, শব্দ ও অক্ষর

Quran Bujha Sohoj

Download: কুরআন বুঝা সহজ pdf

পোস্ট ট্যাগ:
কুরআন বুঝা সহজ না কঠিন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, pdf বই ডাউনলোড, কুরআনের আলোচনা কৌশল, পেপার ব্যাক, Islami Lecture, PDF ডাউনলোড করুন বা পড়ুন, অধ্যাপক গোলাম আযম, কুরআন দিয়ে কুরআন বুঝুন, কুরআন অধ্যয়ন সহায়িকা, কুরআন বুঝার প্রথম পাঠ pdf, কুরআন অধ্যয়নের মৌলিক পদ্ধতি pdf, সহজ কুরআন pdf, ইলমুল কুরআন।

Post a Comment

Previous Post Next Post