দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে | Adhar Sheshe Lyrics

কথা ও সূর: তোফাজ্জল হোসাইন খান
শিল্পী: আব্দুল্লাহ আল মামুন 
Adhar Sheshe Lyrics

***************লিরিক্স****************

দুঃখের আধার শেষে, আলোর প্রভাত হাসে
হতাশার কালো মেঘে, যায় গো ভেসে.... (ii)

কুরআনের পাতায় পাতায় দেখো,
ঈমানের পথ ঢাকা ব্যাথার কাটায়। (ii)

ভেঙ্গে পড়ো না কভু, হতাশ হয়ে... (ii)
জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে। (ii)

জীবনের, বাঁকে বাঁকে দেবে
আজাজিল ধোঁকা শত রঙ্গিন ফাদে। (ii)

রাসুলের পথ চিনে নিও তুমি.... (ii)
সফলতা চাও যদি অবশেষে... (ii)

ক্ষণিকের, চাওয়া পাওয়া ভুলে
ফিরদাউসের পথে চল এগিয়ে। (ii)

মুক্তির মাঞ্জিল পাবে খুজে.. (ii)
ঠাই পাবে জান্নাতে অনায়াসে। (ii)

১ম প্যারা আবার (ii)


পোস্ট ট্যাগ:
দুঃখের আধার শেষে, আলোর প্রভাত হাসে | ইসলামী সংগীত, বাংলা দুঃখের গানের লিরিক্স, দুঃখের আঁধার শেষে | Dukher Adhar Sheshe | Bangla Islamic Song, প্রেরণার গান | আঁধার শেষে, আঁধার শেষে লিরিক্স, আঁধার শেষে আলো : কে এম সফর আলী, saimum islamic song, saima noor gojol

Post a Comment

Previous Post Next Post