কথা : আসাদ বিন হাফিজ
শিল্পী : মশিউর রহমান
শিল্পী : মশিউর রহমান
**************লিরিক্স***************
দাও খোদা দাও, আমায় আবারওমর দারাজ দিল। (ii)
দাও আলীর মত, বীরসেনানী
আলীর মত, বীরসেনানী
জাগাতে নিখিল।
দাও খোদা দাও, আমায় আবার
ওমর দারাজ দিল। (ii)
হামজাকে দাও, ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে। (ii)
আমার কাবা ভাঙতে এলে (ii)
পাঠাও আবাবিল।
দাও খোদা দাও, আমায় আবার
ওমর দারাজ দিল। (ii)
সাচ্চা ঈমান দিয়ে পাঠাও, শত সাহাবা
তাদের দেখে বিশ্ব আবার, বলুক মারহাবা। (ii)
আবার পাঠাও আবু বকর
ফেতনা-ফাসাদ আসুক সমর। (ii)
অনর অটল, পাহারসম (ii)
দাও সে মনের মিল।
দাও খোদা দাও, আমায় আবার
ওমর দারাজ দিল। (ii)
দাও আলীর মত, বীরসেনানী
আলীর মত, বীরসেনানী
জাগাতে নিখিল।
দাও খোদা দাও, আমায় আবার
ওমর দারাজ দিল। (ii)
দাও খোদা দাও, আমায় আবার। ওমর দারাজ দিল.....
পোস্ট ট্যাগ:
Moshiur Rahman | Daw Khoda Daw Amai Abar | লিরিক | উমর দারাজ দিল | তওফিক দাও খোদা | দাও খোদা দাও হেথায় পূর্ণ | কবি মশিউর রহমান | কিছু গজল | এক কালেমায় রুটি রুজি আর
Post a Comment