রাত অনেক। ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছেন পৃথিবীর সবচেয়ে কোমলপ্রাণ মানুষটি। দুই চোখের কোণে একটুখানি বেদনার নোনাজল। কেউ দেখেনি। সবার অলক্ষ্যে গড়িয়ে পড়েছে কখন যেন।
ঘুমিয়ে আছেন রহমতের নবি। ঘুমঘোরে স্বপ্নে এলেন এক ফেরেশতা । তাঁর হাতে এক খণ্ড রেশমি রুমাল। ধরে আছেন রাসুলের চোখের সামনে। ফেরেশতার চোখে হাসির ঝিলিক।
রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞেস করলেন, 'কী এটা?' ফেরেশতা মুচকি হেসে অভয় দিয়ে বললেন, 'নিজ হাতে সরিয়ে ফেলুন রেশমি কাপড়ের দোপাট্টা ।'
রাসুল হাত বাড়ালেন। রেশমখণ্ড সরালেন। পর্দা সরাতেই পেছনে দেখতে পেলেন একটা মুখাবয়ব অঙ্কিত। ছোট্ট এক বালিকার মুখচ্ছবি। চেনা চেনা লাগছে...এ তো তাঁর প্রিয় বন্ধু আবু বকর-তনয়া আয়েশার মুখচ্ছবি। এ ছবি...! তাঁর মুখাবয়ব আমাকে দেখানো হচ্ছে কেন?
বলা হলো, ‘এ-ই সেই সৌভাগ্যবতী মেয়ের মুখচ্ছবি, যে এ জনম এবং পরজনমেও আপনার স্ত্রী হবে। হবে প্রিয়দের মাঝে আপনার প্রিয়তমা ।'
রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। কী দেখলেন তিনি আজ স্বপ্নে? এ কি প্রত্যাদিষ্ট ওহির সত্যদর্শন নাকি ঘুমঘোরে দেখা অলীক স্বপ্ন? না না...তাই বা কী করে হয়! তিনি স্পষ্ট দেখেছেন ফেরেশতাকে। দেখেছেন ফেরেশতার হাতের রেশমি বায়োস্কোপ। রেশমের ঝালর সরিয়ে দেখেছেন ছোট্ট এক বালিকার মুখ। সে যে আয়েশা !
কিন্তু আয়েশা...! মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব-এ কী করে সম্ভব!
দ্বিতীয় রাতে স্বপ্নে আবার এলেন সেই ফেরেশতা। রাসুলকে নিশ্চয়তা দিতে। রাসুলকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে নিবৃত্তি দিতে। আজ তিনি আবার রাসুলের চোখের সামনে মেলে ধরলেন রেশমি রুমাল। সেই একই মুখচ্ছবি। একই সে কণ্ঠ প্রতিধ্বনিত হলো স্বপন মাঝার, 'আপনি চিন্তা করবেন না, এ-ই হবে আপনার আগামী জীবনের সুখ-দুঃখের সাথি। আপনার প্রিয়তমা খাদিজাবিহীন জীবনে এ মেয়েকেই নির্বাচন করা হয়েছে আপনার প্রিয়তমা হিসেবে। খাদিজার শোক- যাতনা-বিরহ ভুলিয়ে দিতে সে-ই হবে মমতার শীতল পরশ।'
বই সম্পর্কে
প্রিয়তমা-বাংলাভাষী মানুষের সামনে রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ও উমুল মুমিনিনদের দাম্পত্যজীবনকে সগৌরবে তুলে ধরার ঐকান্তিক প্রয়াস। মুসলিম নারীদের জন্য উন্মুল মুমিনিনদের জীবন এবং তাদের জীবনের গল্পের চেয়ে শিক্ষণীয় আর কিছু হতে পারে না। চেষ্টা করা হয়েছে, অতিকথন আর ভাষার বাহুল্য মুক্ত হয়ে এই অতুল্য মানুষদের জীবনের অসামান্য প্রেমকে সাবলীল বাংলায় তুলে আনতে। রাসুলের সাহচর্যে এতো প্রেমময় আর ভালোবাসায় পূর্ণ ছিল তাদের সংসার, কখনো সে সাংসারিক প্রেম আগ্রহভরে পাঠ করা হয়নি আমাদের। অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসায় পূর্ণ এক সংসারের ছায়াছবি। তাঁদের দাম্পত্যজীবনের অসংখ্য অনুপম শিক্ষা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। অনাগত সকল সভ্যতার জন্য তাদের সাংসারিক প্রেম নক্ষত্রের মতো জাজ্বল্যমান। যে গ্রহণ করবে, আলোকিত হবে তার জীবন । এ গ্রন্থ সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলেছে।
বইটিতে যা যা রয়েছেঃ
উম্মুল মুমিনিন: খাদিজা বিনতে খুয়াইলিদ অধ্যায়
“ সাওদা বিনতে জামআ ’’
“ আয়েশা বিনতে আবু বকর ’’
“ হাফসা বিনতে উমর ’’
“ জয়নব বিনতে খোজায়মা ’’
“ উম্মে সালামা বিনতে উমাইয়া ’’
“ জয়নব বিনতে জাহাশ ’’
“ জুয়াইরিয়া বিনতে হারিস ’’
“ উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান ’’
“ সাফিয়্যা বিনতে হুয়াই ’’
“ মায়মুনা বিনতে হারিস ’’
“ মারিয়া কিবতিয়া ’’
ডাউনলোড (Download): প্রিয়তমা pdf
পোস্ট ট্যাগ:
pdf download, বই ডাউনলোড, প্রিয়তমা রাসুলুল্লাহ সাঃ এর দাম্পত্যজীবন pdf, প্রিয়তমা বই, প্রিয়তম আদিব সালেহ pdf, আফটার দ্য প্রফেট আব্দুল্লাহ ইবনে মাহমুদ pdf, প্রিয়যোদ্ধা প্রিয়তম pdf download, শঙ্খচূড় সাদাত হোসাইন pdf, দ্য প্রফেট লেসলি হ্যাজেলটন pdf, Priyotoma.
nice books
ReplyDeletePost a Comment