আরাকান অঞ্চলটি বর্তমানে মিয়ানমারের একটি প্রদেশ। খ্রিস্টপূর্ব ২৬৬৬ অব্দ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বছর ধরে এর স্বাধীন সত্তা, সাংস্কৃতিক স্বকীয়তা, রাজনৈতিক ঐতিহ্য প্রভৃতি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। সময়ের ধারাবাহিকতায় মুসলমানগণ এখানকার অর্থনীতি, সমাজ, সাহিত্য-সংস্কৃতি ও রাষ্ট্রীয় ক্ষেত্রে একটি অভিনব এবং স্বতন্ত্র অধ্যায় বিনির্মাণে সক্ষম হয়েছিল। অদ্যাবধি এখানকার মোট জনগোষ্ঠীর একটি বিরাট অংশ ইসলামের অনুসারী; এদের মধ্যে থাম্ভইক্যা, জেরবাদী,° কামানচি, রোহিঙ্গা প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে মুসলিম २ জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে রোহিঙ্গারা তাদের মধ্যে বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী । আরাকানে ইসলামের প্রচার-প্রসার এবং আরাকান অঞ্চলের পরিচিতিমূলক ঐতিহাসিক পটভূমি হিসেবে অত্র অধ্যায়ে আরাকানের ভৌগোলিক পরিচিতি, সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস ও অত্রাঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারের সংক্ষিপ্ত চিত্র উপস্থাপনের প্রয়াস চালানো হয়েছে।
আরাকান পরিচিতি
সূচীপত্র
উপক্রমণিকা
প্রাসঙ্গিক রচনাবলী পর্যালোচনা
গবেষণা পদ্ধতি
অধ্যায় ১: আরাকান ও মুসলমান : সংক্ষিপ্ত ইতিবৃত্ত
১.১ আরাকান পরিচিতি
১.২ ইসলামপূর্ব আরাকান
১.৩ আরাকান ও ইসলাম
১.৩.১ আরাকানে ইসলামের আগমন
১.৩.২ ম্রাউক-উ রাজবংশ থেকে বর্তমান আরাকান
অধ্যায় ২ : আরাকানী প্রশাসন ও মুসলিম সভাসদ ২.১ আরাকানী প্রশাসনের সংক্ষিপ্ত বিবরণ
২.২ আরাকান রাজসভায় মুসলিম অমাত্য
২.২.১ বুরহান উদ্দীন
২.২.২ আশরাফ খান
২.২.৩ বড় ঠাকুর
২.২.৪ কোরেশী-মাগন ঠাকুর
২.২.৫ সোলায়মান
২.২.৬ অন্যান্য মন্ত্রীবর্গ
২.৩ বিচারব্যবস্থায় ইসলাম ও মুসলিম কাজী
অধ্যায় ৩ : আরাকানী সমাজে মুসলমান
৩.১ ইসলামপূর্ব আরাকানের সমাজ ব্যবস্থা ৩.২ আরাকানী সমাজ ও ইসলাম : প্রাথমিক পর্ব
৩.৩ আরাকানী সমাজে মুসলমানদের গোত্রগত শ্রেণী বিন্যাস ৩.৩.১ থাম্ভইক্যা
৩.৩.২ জেরবাদী
৩.৩.৩ কামানচি
৩.৩.৪ রোহিঙ্গা
৩.৪ আরাকানী মুসলমানদের অবস্থানগত বিন্যাস
৩.৪.১ অমাত্য শ্রেণী
৩.৪.২ উলামা ও বুদ্ধিজীবী শ্রেণী
৩.৪.৩ সেনা ও সাধারণ শ্রেণী
৩.৪.৪ বণিক ও ভূস্বামী
৩.৪.৫ ক্রীতদাস ও সাধারণ শ্রেণী
৩.৫ আরাকানী মুসলমানদের সামাজিক উৎসব ও লোকাচার
৩.৫.১ নামাজ, রোযা, হজ্জ্ব, যাকাত ঃ দ্বীনি অনুষ্ঠান ৩.৫.২ পার্বণিক উৎসব
৩.৫.৩ জন্ম, বিয়ে ও মৃত্যুকেন্দ্রিক অনুষ্ঠান
অধ্যায় ৪ : আরাকানের বাংলা সাহিত্যে ইসলামি উপাদান
৪.১ মধ্যযুগের বাংলা সাহিত্য ও অমাত্যসভার পৃষ্ঠপোষকতা ৪.১.১ বাংলা সাহিত্যের কাল বিভাজন
৪.১.২ মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রকৃতি ও পৃষ্ঠপোষকতা
৪.১.৩ আরাকানে বাংলা সাহিত্য বিকাশের কারণ নির্ণয়
৪.২ আরাকানে বাংলা সাহিত্য চর্চা: ইসলামি উপাদান
৪.২.১ দৌলতকাজী
৪.২.২ আলাওল
৪.২.২.১ পদ্মাবতী
৪.২.২.২ সতী ময়না-লোরচন্দ্রানী
৪.২.২.৩ সয়ফুল মুলুক বদিউজ্জামাল
৪.২.২.৪ সপ্তপয়কর
৪.২.২.৫ তোহফা
৪.২.২.৬ সিকান্দরনামা
৪.২.৩ কবি কোরেশী মাগন ঠাকুর
৪.২.৪ কবি মরদন
৪.২.৫ আরাকান অমাত্য সভার প্রভাবিত কবি
অধ্যায় ৫ : আরাকানের শিল্পকলা ও সংস্কৃতিতে মুসলিম প্রভাব
৫.১ আরাকানের শিল্পকলা ও সংস্কৃতি : সংক্ষিপ্ত ইতিবৃত্ত
৫.২ আরাকানে মুসলিম সংস্কৃতি ও শিল্পকলার বিকাশ
অধ্যায় ৬ : আরাকানে মুসলিম অমুসলিম সাংস্কৃতিক বিনিময়
৬.১ মুসলিম সংস্কৃতি ও আরাকানী অমুসলিম সম্প্রদায় ৬.১.১ পরিষ্কার পরিচ্ছন্নতা
৬.১.২ উন্নত রান্না পদ্ধতি
৬.১.৩ সতীত্ববোধ ও পর্দা প্রথা
৬.১.৪ পোষাক পদ্ধতি
৬.১.৫ বর্ণবৈষম্য লাঘব
৬.১.৬ দরবারী সংস্কৃতি
৬.২ মুসলিম সমাজে অমুসলিম সংস্কৃতি
৬.২.১ সামাজিক রীতিনীতি
৬.২.২ ধর্মীয় বিশ্বাস ও পূজা-পার্বণ
৬.৩ মুসলমানদের মধ্যে অমুসলিম সংস্কৃতি প্রবেশের কারণ
অধ্যায় ৭ : আরাকানী মুসলিম ইতিহাসের সার্বিক মূল্যায়ন
পরিশিষ্ট
গ্রন্থপঞ্জি
পোস্ট ট্যাগ:
আরাকান রাজ্যের মুসলমানদের ইতিহাস, ড. মাহফুজুর রহমান আখন্দ, আরাকানের মুসলমান : ইতিহাস ও ঐতিহ্য, Arakaner Musalmander Itihashইতিহাস বই ডাউনলোড, housing loan, better refinance rates, house mortgage loan, us bank refinance, housing finance companies, wells fargo refinance
Post a Comment