সুবহে সাদিক পিডিএফ | Subhe Sadik pdf

লেখক : আল্লামা খুররম জাহ মুরাদ
অনুবাদ : ড. আবু খলদুন আল মাহমুদ ও
ড. শারমিন ইসলাম মাহমুদ

Subhe Sadik pdf

জান্নাতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ

বস্তুত আত্মোউন্নয়নের লক্ষ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে জান্নাত অর্জনে নিজের মনকে নিবদ্ধ করা। যে ব্যক্তি তার জীবনের এই লক্ষ্য অর্জনে স্থির না অর্থাৎ যে পরকাল এবং ইহকাল দুটোর প্রতিই সমভাবে আকৃষ্ট থাকে তার অবস্থা হয় দুই নৌকায় পা রাখা যাত্রীর মতো। যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য শুধু জান্নাতের পানেই নিবিষ্ট রাখে সেই হবে সফল কাম জান্নাত অর্জনের এই দৃঢ় ইচ্ছা অবশ্যই সচেতনভাবে গ্রহণ করতে হবে।

এটা এমন এক সিদ্ধান্ত যা একজনের জীবনের ধারাকেই পাল্টে দিতে পারে। তার অতীত জীবনের সাথে স্পষ্ট বিভক্তি টেনে দিতে পারে। বস্তুত জান্নাতকে জীবনের লক্ষ্যে পরিণত করা মানে এক নতুন জীবনের যাত্রা শুরু করা। এই নতুন জীবনের শুরুটা এভাবে করাই উত্তম, যথা: অঞ্জুর মাধ্যমে নিজেকে পবিত্র করে দু'রাকাত নফল নামাজ আদায় করা; নামাজের মধ্যে এটা স্মরণ করা যে আপনি জীবনের যাবতীয় পাপের পথের সাথে সম্পর্ক ছেদ করে দোজখের আগুন থেকে নিজেকে রক্ষায় উদ্যোগী হয়েছেন; একই সাথে আপনার জন্য অপেক্ষমান জান্নাতের আলোকজ্জল সুখী জীবনের কথাও স্মরণ করুন; সেই জীবনে যেতে যে সমস্ত ধাপ অতিক্রম করতে হবে সেগুলোর কথা চিন্তা করুন; মৃত্যু যে অতি সন্নিকটে এবং তা যে কোনো মুহূর্তে জীবনের যবনিকা টেনে দিতে পারে তা অনুভব করুন; কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন ফেরেশতা আজরাইল এসে ঘোষণা করবেন, আপনার সময় শেষ, এখন আমার সাথে আসুন। চিন্তা করুন সেই মুহূর্তের কথা যখন আপনি হাশরের ময়দানে আল্লাহ তায়ালার সামনে জবাবদিহি করতে দাঁড়াবেন, সেই বিচারের পরবর্তী অবস্থাগুলোর কথা ভাবুন।


এভাবে যখন দু'রাকাত নামাজ শেষ হবে তখন আবার চিন্তা করুন যে এখন থেকে আপনার সকল কাজ ও প্রচেষ্টা বেহেশত অর্জনের লক্ষ্যে পরিচালিত হবে। এ অবস্থায় আল্লাহ তায়ালাকে স্মরণ করে অত্যন্ত বিনয় ও দরদের সাথে দোয়া করুন : হে আল্লাহ তায়ালা আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। অন্তর থেকে এবং প্রকাশ্যে আপনার নৈকট্যলাভের আশা করি। আমাকে এমন ইমান দিন যা কখনো ধ্বংস হবে না। আমায় এমন রহমত দান করুন যা কখনো হ্রাস পাবে না। এমন সুখ দান করুন যা কখনো হারিয়ে যাবে না। বেহেশতের সবচেয়ে সম্মানিত স্থানে আপনার মহান রসুল সা.-এর সান্নিধ্য আমাকে দান করুন।

এভাবে যদিও মানুষের সার্বিক আত্মোউন্নয়ন ও কর্মের পরিশুদ্ধি একটি আজীবন চলমান প্রক্রিয়া তবুও এর জন্য দৃঢ় নিয়ত করতে পারি এই মুহূর্তেই। বস্তুত এই নিয়তই আপনাকে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টায় একটা গতি এনে দেবে।



সুবহে সাদিক পিডিএফ

সূচীপত্র :

মূল ইংরেজি সংকলকের ভূমিকা

প্রথম অধ্যায় :
১. আত্মোউন্নয়নের পদ্ধতি
২. জীবনের লক্ষ্য
৩. জান্নাতের লক্ষ্যে প্রথম পদক্ষেপ
৪. আপনার মিশন
• তাকিয়ার পূর্বশর্ত
• আশীর্বাদ ও সুফল
৫. সারসংক্ষেপ

দ্বিতীয় অধ্যায় :
১. জিকিরপূর্ণ জীবন
• জিকিরের তাৎপর্য
২. জিকিরের অর্থ
৩. জিকিরের পদ্ধতি
৪. সদা-সর্বদা আল্লাহ তায়ালার স্মরণ
• জিকিরের ব্যক্তিগত ও সামাজিক কর্মসূচি
৫. জিকিরের ব্যক্তিগত পন্থা
৬. সালাত (নামাজ)
• মনস্তাত্ত্বিক ও মানসিক প্রস্তুতি
• শারীরিক প্রস্তুতি
৭. সঠিক নিয়মে নামাজ আদায়
৮. তাহাজ্জুদ নামাজ
৯. সিয়াম (রোজা)
১০. আল্লাহ তায়ালার ইচ্ছা পূরণ

ডাউনলোড (Download) : সুবহে সাদিক পিডিএফ/pdf

পোস্ট ট্যাগ :
সুবহে সাদিক ও ফজরের সময়, ফজরের সময় কখন শুরু?, Subhe Sadik: Khurrom Murad, সুবহে সাদিক কখন শুরু হয় ২০২৩, housing loan, better refinance rates, house mortgage loan, us bank refinance, housing finance companies, wells fargo refinance



Post a Comment

Previous Post Next Post