আমি জানতে চাই আত্মহত্যা করা কী?
অনাকাঙ্ক্ষিত উত্তর দিয়ে আমি তাকে অপ্রস্তুত করে দিতে চাইলাম । তাই একটু হেসে বললাম, 'মোস্তাহাব।' আমার এ জবাব শুনে সে একেবারে অপ্রস্তুত হয়ে গেল । তাই সে উচ্চৈঃস্বরে জিজ্ঞেস করল, কী বললেন? আমি প্রসঙ্গ পাল্টে বললাম, আচ্ছা, তুমি কিভাবে আত্মহত্যা করবে, যদি তোমার সাথে সে বিষয়ে আলোচনা করি তাহলে কেমন হয় ? আমি
যুবকটি চুপ করে রইল। আমি তখন বললাম, তুমি কেন আত্মহত্যা করতে চাচ্ছ? এবার যুবকটি মুখ খুললো, 'আমি বেকার। কোনো চাকরি পাচ্ছি না। বাবা-মা, আত্মীয়-স্বজন কেউ আমাকে ভালোবাসে না। আমি সমাজের বোঝা। বাস্তব জীবনে আমি চরম ব্যর্থ। কোথাও সফলতার মুখ দেখছি না।...' এভাবে যুবকটি বিরতিহীনভাবে তার ব্যর্থতা ও হতাশার নানা কাহিনী আমাকে বলতে লাগল। সহজাত মেধা, প্রতিভা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মোন্নয়নে তার অক্ষমতার কাহিনী সে আমাকে শোনাতে লাগল ।
বর্তমানে অধিকাংশ লোক এ সমস্যায় ভুগছে ।
কেন আমাদের অনেকে হীনমন্যতায় ভোগে? কেন আমরা নিজেকে তুচ্ছ মনে করি। মান-মর্যাদার শীর্ষে উপনীত ব্যক্তিদের দিকে তাকিয়ে অনেকে ভাবে 'তাদের জন্য ওখানে পৌঁছা সম্ভব হলেও আমার পক্ষে তা সম্ভব নয় ।' এটা হীনমন্যতা ছাড়া আর কিছু নয় । এটা পরিত্যাগ করতে হবে । বড় হওয়ার কল্পনা ও উদ্যম মানুষকে বড় করে তোলে ।
আরবের এক কবি বলেন-
পর্বতশৃঙ্গে আরোহণ করতে যার বুক কাঁপে,
আজীবন তাকে ভূ-গহ্বরেই থাকতে হবে ।
আপনি কি জানেন এ বই কিংবা আত্মোন্নয়নমূলক অন্য যেকোনো বই পড়ে কার কোনো লাভ হবে না? সে হলো ঐ হতভাগা ব্যক্তি যে নিজের ভুল- ত্রুটির সামনে আত্মসমর্পণ করে এবং নিজের সীমিত সক্ষমতা ও দক্ষতা নিয়ে সন্তুষ্ট থাকে । সে বলে, ‘এটা আমার সহজাত দুর্বলতা। এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে । আমার পক্ষে এটা পরিবর্তন করা সম্ভব নয় । সবাই আমাকে এমনই জানে। আমি কখনো খালেদের মতো বক্তৃতা করতে পারব না। আহমদের মতো প্রাণবন্ত থাকা আমার পক্ষে সম্ভবপর নয়। আর জিয়াদের মতো সবার কাছে জনপ্রিয় হওয়া তো অকল্পনীয় ব্যাপার।' যারা এধরনের মনোভাব পোষণ করে স্থবির হয়ে থাকতে চায় এ বই পড়ে তাদের কোনো লাভ হবে না।
অতিশয় এক বৃদ্ধের সঙ্গে একবার এক মজলিসে বসা ছিলাম । সে মজলিসের অধিকাংশই ছিল সাধারণ মানুষ। সে বৃদ্ধ তার পাশের এক লোকের সাথে কথা বলছিল। সবার চেয়ে বয়স্ক বলে সেখানে তাকে অন্যদের চাইতে একটু বেশি সম্মান দেয়া হয়েছিল। এছাড়া তার আর কোনো বৈশিষ্ট্য ছিল বলে আমার জানা নেই। আমি সেখানে কিছুক্ষণ আলোচনা করলাম । প্রসঙ্গক্রমে শায়খ আব্দুল আযিয বিন বাযের একটি ফতোয়ার কথা আলোচিত হলো । আলোচনার শেষে সে বৃদ্ধ গর্বের সঙ্গে আমাকে বললো: আমি শায়খ বিন বাযের সতীর্থ ছিলাম। চল্লিশ বছর আগে মসজিদে আমি আর শায়খ বিন বায শায়খ মুহাম্মদ বিন ইবরাহীমের দরসে বসতাম । আমি তার দিকে তাকিয়ে দেখলাম গর্বে তার বুক ফুলে উঠেছে। তার চোখে-মুখে খুশির আভা। কারণ তিনি কিছুদিনের জন্য হলেও একজন সফল মানুষের সংস্পর্শ পেয়ে ধন্য হয়েছেন।
আমি মনে মনে বললাম,
আপনি কেন শায়খ বিন বাযের মতো সফল হতে পারলেন না? আপনারা তো একই পথের পথিক ছিলেন। শায়খ বিন বায তো গন্তব্যে পৌঁছতে পেরেছিলেন । গেলেন, আপনি কেন পারলেন না ?শায়খ বিন বাযের ইন্তেকালে সারা পৃথিবী কেঁদেছিল । তাকে হারিয়ে সবাই আপনজন হারানোর মতো শোকাহত হয়েছিল। কিন্তু আপনিও একদিন মৃত্যুবরণ করবেন তখন কী হবে? আপনার জন্য কয়জন কাঁদবে?
“অমুক মহান ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ছিল, তার সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক ছিল । তিনি আমাকে অনেক আদর করতেন।' এমন কথা আমরা অনেক সময় খুব গর্বের সাথে বলে থাকি । কিন্তু আসলে এটা গর্বের বিষয় নয় । তিনি যেমন সফলতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছিলেন তেমন সফলতার নাগাল পাওয়া আসল গর্বের বিষয়।
তাই আপনিও উদ্যমী হোন। সফলতার রাজমুকুট ছিনিয়ে আনতে এখনই দৃঢ় সংকল্প করুন । পণ করুন আপনার মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে আত্মোন্নয়নে সচেষ্ট হবেন। নিজেকে সফল ভাবুন। চেহারার মলিনতাকে সুন্দর হাসি দিয়ে বদলে ফেলুন। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত হোন। কৃপণতার পরিবর্তে উদারনীতি গ্রহণ করুন। রাগ ছেড়ে সহনশীলতার চর্চা করুন। দুর্যোগকে আনন্দের উপকরণ বানিয়ে নিন । ঈমানকে অস্ত্র হিসেবে গ্রহণ করুন। সারকথা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন, আপনার জীবন অবশ্যই বদলে যাবে।
জীবনকে উপভোগ করুন। আপনার জীবন এতো সংক্ষিপ্ত যে, দুশ্চিন্তা করে তা নষ্ট করার কোনো অবকাশ নেই। তাই দুশ্চিন্তামুক্ত আনন্দময় জীবন উপভোগ করুন। কিন্তু কিভাবে? আপনার এ প্রশ্নের উত্তর দেয়ার জন্যই বক্ষমান এ গ্রন্থের জন্ম। তাহলে আসুন আল্লাহর নামে আমরা একসাথে চলতে শুরু করি। ধীরে ধীরে এগিয়ে চলি কাঙ্ক্ষিত গন্তব্যর দিকে । আল্লাহ আমাদের সহায় হোন।
সঙ্গে থাকুন...
সাহসী কে? বুকে আছে যার উন্নত মনোবল, সুউচ্চ হিম্মত আর ইস্পাতকঠিন দৃঢ় সংকল্প । আর আছে, নিজের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে আত্মোন্নয়নের দুর্নিবার মনোবৃত্তি ।কে এই সাহসী কণ্যা, সাহসী নারী, সাহসী নারী পুরস্কার, সাহসী হওয়ার উপায়, সাহসী নারী সমার্থক শব্দ, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা কেন করে, housing loan, better refinance rates, house mortgage loan, us bank refinance, housing finance companies, wells fargo refinance.
Post a Comment