হে আল্লাহ! আপনি হলেন রক্ষাকর্তা | Ya Allah! You Are Protector

يَسْتَلهُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ - كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে । প্রতি মুহূর্তে তিনি কাজে রত।” (৫৫-সূরা আর রাহমান : আয়াত-২৯) (যেমন কাউকে সম্মান দান করা, কাউকে অপমানিত করা, নবসৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা, কাউকেবা মৃত্যু দান করা ইত্যাদি কাজে রত)।

যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, “হে আল্লাহ!”

যখন মরুভূমিতে উট চালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আর্তচিৎকার করে বলে, “হে আল্লাহ!”


যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা বলে উঠে, “হে আল্লাহ!” দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেয়া হয় এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে, “হে আল্লাহ!”

যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয়, সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে, “হে আল্লাহ!”


বিশাল, বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলুন, “হে আল্লাহ!”
সকল ভালো কথা, একান্ত অনুনয়-বিনয়, নিরপরাধীর আঁখিজল এবং বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা-সবই আল্লাহর দরবারে পৌঁছে। অভাব-অনটন এবং বিপদাপদের সময় দু'হাত ও দু'চোখ তাঁর দিকেই প্রসারিত হয়। জিহ্বা তাঁর নাম সুমধুর কন্ঠে জপে।


আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা কতই না উত্তম ও উৎকৃষ্ট! কতই না মহান! যখন আমরা তাঁকে স্মরণ করি তখন হৃদয় প্রশান্তি লাভ করে, আত্মা স্থিরতা লাভ করে, স্নায়ু বিশ্রাম নেয় আর বোধশক্তি জেগে উঠে । “আল্লাহ নাম হলো সুন্দরতম নাম, বিশুদ্ধতম বর্ণ-সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ ।

هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا

“তুমি কি এমন কিছু জান বা চেন যা তাঁর অনুরূপ।” (সূরা-১৯ মারইয়াম : আয়াত-৬৫)

لَيْسَ كَمِثْلِهِ شَيْ هُوَ السَّمِيعُ البَصِيرُ
তার মতো কিছু নেই, আর তিনি হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” (৪২-সূরা শূরা : আয়াত-১১)

যখন পরম সমৃদ্ধি, শক্তি সত্তা, মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে তখন 'আল্লাহ' নাম মনে হয় ।

لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ

Ya Allah! You Are Protector

“আজ রাজত্ব কার? (আল্লাহ্ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন)। আল্লাহর যিনি একক, মহাপরাক্রমশালী!” (৪০-সূরা আল মু'মিন : আয়াত-১৬) যখন দয়া, যত্ন, সাহায্য, স্নেহ-মমতা ও অনুকম্পার কথা মনে আসে তখন ‘আল্লাহ' নাম মনে পড়ে।


وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللهِ

“আর তোমাদের নিকট যত নি'য়ামত রয়েছে সবই আল্লাহ্র পক্ষ থেকে।”
(১৬-সূরা আন নাহল : আয়াত-৫৩)

আল্লাহ্ হলেন মর্যাদা, মাহাত্ম্য ও শক্তিমত্তায় অধিকারী। হে আল্লাহ্! আরাম-আয়েশকে দুঃখ-কষ্টের স্থান দখল করতে দিন । হে আল্লাহ্! ঈমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিবারণ করুন।

হে আমাদের প্রভু! বিনিদ্র রজনী যাপনকারীকে সুখনিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শাস্তি প্রদান করুন ।

হে আমাদের প্রতিপালক! বিভ্রান্তদেরকে আপনার আলোর এবং পথভ্রষ্টদেরকে আপনার হেদায়েতের পথে পরিচালিত করুন।


হে আল্লাহ্! আমাদের অন্তরসমূহ হতে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তরসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করে দিন, মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেশতা বাহিনী দিয়ে দুড়ে-মুচড়ে দিন ।

হে আল্লাহ্! আমাদের থেকে দারিদ্র্যতা, ক্লেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন। আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা, আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা, আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই।' আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরমোৎকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা।

সোর্স; বই, লা তাহযান
লেখক : ড. আইদ আল করণী


পোস্ট ট্যাগ:
আমার একমাত্র আল্লাহকেই প্রয়োজন, ১. হে আল্লাহ!, যে দোয়া পড়লে সাহস বাড়ে, আল্লাহর উপর ভরসা, সব রকম সমস্যা থেকে রক্ষা, housing loan, better refinance rates, house mortgage loan, us bank refinance, housing finance companies, wells fargo refinance.

Post a Comment

Previous Post Next Post