রামাদানে সিয়াম রাখা প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন-
❝হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম (রোযা) ফরজ করে দেওয়া হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমারা তাকওয়াবান হতে পারো।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান পুঁজিবাদী সমাজে মহিমান্বিত এ মাসটিকে কেবল ব্যবসা-বাণিজ্যের মাসে পরিণত করার অপচেষ্টা চালানো হচ্ছে। সিয়াম পালনের (রোযা রাখার) মূল উদ্দেশ্য সবাই এখন ভুলতে বসেছে।
তাকওয়া অর্জনের পরিবর্তে মূল লক্ষ্য যেন জমকালো পোশাকের হরদম বেচাকেনা, বাহারি খাবার তৈরির হীন প্রতিযোগিতা, ('হাশরের মাঠে এ মাসের খাবারের হিসাব নেওয়া হবে না' হাদিসটির মাত্রারিক্ত প্রচার এবং এর সাথে ক্ষতির দিক টা আলোচনা না করার কারণে এই হাদিসটির মাত্রারিক্ত প্রচার যেন আগুনে ঘি ঢালার কাজ করছে) ইফতার ও সাহরি পার্টির মাধ্যমে ইবাদতে জল ঢালা এবং নানাবিধ হারাম কর্মকান্ডে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত বরবাদ করে দেওয়া।
অথচ হওয়ার কথা ছিল এর উল্টোটা।
ভোগবিলাসী জীবন নয়; বরং সংযমী হওয়ার মাস হচ্ছে রামাদান। বছর ঘুরে সেই মাসটি আবারও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। হতে পারে এই রামাদানের পর আর কোনো রামাদান আসবে না জীবনে। হতে পারে নিজেকে বদলানোর সুযোগ আর হবে না কোনোদিন।জীবনের ডায়েরি থেকে আর কোন মহিমান্বিত মাস যেন হারিয়ে না যায় বিনা আমলে, বিনা ইবাদতে (বিনা তাওবায়)। তাই এই রামাদান থেকেই শুরু হোক আমাদের সর্বাধিক প্রচেষ্টা, সকল প্রস্তুতি। ইলমে, আমলে আমরা নিজেদের এগিয়ে রাখতে চাই। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাই।
বই : সেরা হোক এবারের রামাদান
কার্টেসি; Khairul Bashar
পোস্ট ট্যাগ:
তাকওয়ার মাস, সংযমের মাস | সংযম ও ত্যাগের মাস | কেন আমরা এত অসংযমী | সংযম ও ত্যাগের মাস রমজান | রমজানের প্রথম দশ দিনের দোয়া | মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ | Ramadan Timings | স্বাগতম, সংযম সাধনার মাস | housing loan | better refinance rates | house mortgage loan | us bank refinance | housing finance companies | wells fargo refinance.
Post a Comment