মডারেট মুসলিম vs কোরআন_সুন্নাহ Moderate Muslim vs Quran

সোশ্যাল মিডিয়ায় কথাটা ইদানীং অনেক শুনতে পাই ঠিকই, কিন্তু আমি আসলে বুঝিনা এই “মডারেট মুসলিম বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়। তাই প্রথমে “মডারেট” শব্দটা বুঝতে চাইলাম। অক্সফোর্ড, ওয়েবস্টার, ব্যারনস, ম্যকমিলান, কলিন্স, ব্রিটানিকা – এই সবগুলো ডিকশনারিতে খুঁজে দেখলাম মডারেট এর অর্থ হল “মধ্যপন্থী”। এমনকি গুগল ট্রান্সলেটও তাই বলছে।

এরপর চেষ্টা করলাম কোরআন ও সুন্নাহর ভিত্তিতে “মধ্যপন্থী মুসলিম” ব্যাপারটা বোঝার জন্য। Moderate Muslim

সেই ভাবনা থেকেই Morphological Annotation, Syntactic Treebank, Phonetic Transcription এবং Semantic Ontology সহ ভাষাতত্ত্বের এই সবগুলো অ্যাপারাটাসের মাপকাঠিতে পবিত্র কোরআনের Terminology, Lexicon ও Glossary বিশ্লেষণ করে দেখলাম মডারেট বা মধ্যপন্থী কথাটা সেখানে ব্যবহৃত হয়েছে “و س ط” এবং “ق ص د” – এই দুটো Tri Lateral Root থেকে।
সূরা বাকারার ১৪৩ নং আয়াতে পেলাম, আল্লাহ বলছেন – وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطً – আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি।
সূরা লোকমানের ১৯ নং আয়াতে পেলাম, আল্লাহ বলছেন – وَاقۡصِدۡ فِیۡ مَشۡیِکَ – তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন কর।
আর সুন্নাহ অনুসন্ধান করে সহীহ বুখারির ৫৬৭৩, মুসলিম শরীফের ২৮১৬, ইবন মাজাহর ৪২0১ নং সহ মোট কতগুলো হাদিসে যে পেলাম - فَسَدِّدُوا وَقَارِبُوا – Be Moderate বা মধ্যপন্থী হও – তার কোন ইয়ত্তা নেই।

মধ্যমপন্থী না হলে কেমন মুসলিম হবো?

আবার মহান আল্লাহ ও রাসূল (স) এতবার করে বলা সত্ত্বেও আমরা যদি মধ্যপন্থী মুসলিম না হই, তবে কেমন মুসলিম হব? মধ্যপন্থার বিপরীততো চরমপন্থা, কট্টরপন্থা, উগ্রপন্থা যার সবগুলোই কোরআন ও সুন্নাহর ভাষায় বাড়াবাড়ি, সীমালঙ্ঘন ও অতিরঞ্জন। কোন সূরায় ও কোন হাদিসে এগুলো কতবার নিষেধ করা হয়েছে তা নিশ্চয়ই আর খুঁজে দেখার দরকার নেই।
অতএব আমরা যদি “মডারেট মুসলিম” বলে কাউকে উপহাস বা অবজ্ঞা করি তাহলে আমাদের জানা উচিত, ইসলাম আমাদেরকে সেটাই হতে বলছে।
কার্টেসি; Masud Mortuza

পোস্ট ট্যাগ:
মধ্যপন্থী মুসলমান, মডারেট মুসলিম মানে কী, মডারেট মুসলিম ত্বত্ত্ব!, "মডারেট মুসলিম" কাকে বলে?, “মডারেট ইসলাম” পশ্চিমাদের বানানো, Moderate Muslim, Who speaks for the 'real' Islam?, The moderate Malay Muslim is a myth, The Moderate Muslim Test.

Post a Comment

Previous Post Next Post