নিজেকে এগিয়ে নিন প্রতিনিয়ত | Grow Yourself Every Day

বিশ বছরের সাধারণ কোনো যুবককে আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করুন। দেখবেন, তার একটি নির্দিষ্ট বাচনভঙ্গি ও নির্দিষ্ট চিন্তাধারা রয়েছে। বছর দশেক পর পুনরায় তাকে পর্যবেক্ষণ করুন। লক্ষ করবেন, তার যোগ্যতা পূর্বের মতোই রয়ে গেছে। তার কোনো উন্নতিই হয়নি।


পক্ষান্তরে আরেকজন যুবককে দেখবেন, প্রতিদিনই তার উন্নতি হচ্ছে। প্রতিনিয়ত সে নিজের যোগ্যতার বিকাশ ঘটাচ্ছে। এমন কেন হয়? আসুন, আমরা বাস্তবতার নিরিখে বিষয়টি অনুধাবন করি।


মনে করুন, দু'জন ব্যক্তি নিয়মিত রেডিও শোনে। একজন এমন প্রোগ্রামগুলোই শোনে যেগুলো তার চিন্তাশক্তির উন্নতি ঘটায়, মেধা বিকাশে সহায়তা করে। এর মাধ্যমে ভাষার দক্ষতা, উপস্থাপনার শৈলী এবং আলোচনার পদ্ধতি ও বিতর্কের কলা-কৌশল সে আয়ত্ন করে নেয়। পক্ষান্তরে দ্বিতীয়জন শুধু নাটক ও গান-বাদ্য শুনে সময় নষ্ট করে।

এবার বলুন, পাঁচ-দশ বছর পর দু'জনের চিন্তাধারা কেমন হবে?

দু'জনের মধ্যে কার যোগ্যতা বেশি হবে? নিশ্চয়ই প্রথমজনের। কেবল যোগ্যতাই নয়, দু'জনের আচরণ ও উচ্চারণেও আপনি লক্ষণীয় ভিন্নতা অনুভব করবেন। প্রথমজন কোনো বিষয়ে দলিল-প্রমাণ দেয়ার ক্ষেত্রে কোরআন-হাদীসের শরণাপন্ন হবে। আর দ্বিতীয় জন গায়ক-গায়িকা ও নায়ক-নায়িকাদের ডায়ালগ দিয়ে দলিল পেশ করবে ।

এমনই একজন একদিন আমার সঙ্গে কথা বলার সময় হঠাৎ বললো, আল্লাহ তাআলা বলেছেন, ‘হে বান্দা! তুমি চেষ্টা করো। আমিও তোমার সঙ্গে চেষ্টা করছি ! আমি তাকে সতর্ক করে দিয়ে বললাম, 'ভাই! এটা তো কোরআনের আয়াত নয়।'

আমার কথা শুনে লোকটার চেহারার রঙ বদলে গেলো। সে একেবারে চুপ হয়ে গেলো। পরবর্তীতে তার কথাটি নিয়ে আমি গভীরভাবে চিন্তা করলাম। এটা মূলত মিশরীয় একটি প্রবাদ বাক্য। আমার কাছে স্পষ্ট হয়ে গেলো, কোনো ধারাবাহিক নাটক শুনতে শুনতে এই প্রবাদ বাক্যটি তার মনে গেঁথে গেছে।

আরেকটি বিষয় ভেবে দেখুন,

Grow Yourself Every Day

আমরা যারা পেপার-পত্রিকা পড়ি, আমাদের ক'জনের নজর থাকে অর্থবহ সংবাদ বা ব্যক্তিউন্নয়নে সহায়ক তথ্যসমূহের দিকে, আর কতজনের চোখ থাকে খেলার খবর ও বিনোদনের পাতার দিকে? অবশ্যই দ্বিতীয়টার দিকে বেশির ভাগ পাঠকের আকর্ষণ থাকে। এ কারণেই পত্র-পত্রিকাগুলোতেও বর্তমানে খেলার খবর ও বিনোদনের পাতা বাড়ানোর প্রতিযোগিতা চলছে।

আমাদের চিন্তা-চেতনা এবং আমাদের গল্প ও আলোচনার মজলিসগুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায়। সর্বত্র আমরা বিনোদনকে প্রাধান্য দিয়ে থাকি । আপনি যদি জীবনে বড় হতে চান তাহলে প্রতি মুহূর্তে আপনাকে নিজের উন্নতির কথা চিন্তা করতে হবে। নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশে সহায়ক কাজ করতে হবে। বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। আবদুল্লাহ নামে কর্মঠ ও উদ্যমী এক ব্যক্তি ছিলো। তবে তার মাঝে দক্ষতা ও অভিজ্ঞতার কিছুটা অভাব ছিল।

এবার একটা গল্পের দিকে লক্ষ্য করুন

একদিন সে যোহরের নামায পড়ার জন্য মসজিদে রওয়ানা হলো। পথে সে একজন লোককে দেখলো, খেজুর গাছের ওপর বসে কাজ করছে। নামাযের আর অল্প কিছু সময় বাকি ছিলো। কিন্তু লোকটির সেদিকে বিন্দুমাত্র মনোযোগ ছিলো না। অবস্থা দেখে আবদুল্লাহ প্রচণ্ড রেগে গেলো। কঠোর স্বরে বললো, 'এই বেটা! নেমে আয় গাছ থেকে । নামায পড়বি না?” লোকটি শান্তভাবে উত্তর দিলো, 'ঠিক আছে, নামছি।'

আবদুল্লাহ বললো, ‘তাড়াতাড়ি কর। বেটা! নামাযের গুরুত্ব নেই? গাধা কোথাকার! গাধা বলায় লোকটির মাথায় রক্ত উঠে গেলো। রাগে ও গোস্বায় সে বলতে লাগলো, ‘কী! আমি গাধা? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা।'

এরপর একটি লাঠি নিয়ে সে নীচে নামতে লাগলো। অবস্থা বেগতিক দেখে আবদুল্লাহ

চেহারা ঢেকে মসজিদের দিকে দৌড়ে পালালো, লোকটি যেন তাকে চিনতে না পারে!

আবদুল্লাহ মসজিদে চলে গেলো।

এদিকে লোকটি গাছ থেকে নেমে রাগে-ক্রোধে ছটফট করতে লাগলো। আবদুল্লাহকে না পেয়ে কাজ ছেড়ে সে বাড়ি চলে গেলো এবং নামায পড়ে কিছুটা শান্ত হলো। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করার জন্য আবার ফিরে এলো।

এবার আরও একটা গল্পের দিকে লক্ষ্য করুন

আসরের সময় আবদুল্লাহ নামায পড়তে বের হলে লোকটিকে আগের মতই গাছের ওপর দেখলো। কিন্তু পূর্ব অভিজ্ঞতার কারণে এবার সে দাওয়াতের পদ্ধতি পাল্টে ফেললো। সে লোকটিকে সালাম দিয়ে বললো, 'ভাই! কেমন আছেন?' লোকটি বললো, ‘আলহামদুলিল্লাহ, ভালো।'

আবদুল্লাহ জিজ্ঞেস করলো, 'এবার ফল কেমন হয়েছে?'

লোকটি বললো, ‘আলহামদুলিল্লাহ, বেশ ভালো ফলন হয়েছে।'

'আল্লাহ আপনার ফল ও ফসলে বরকত দান করুন। আপনার রিযিক বাড়িয়ে দিন

আপনার পরিশ্রমের উত্তম প্রতিদান দান করুন।' আবদুল্লাহ লোকটির জন্য দোয়া করলো।

আবদুল্লাহর দোয়া শুনে লোকটি খুশী হয়ে গেলো এবং আমীন আমীন বলতে লাগলো।

আসরের আযান শুনতে পাননি। আসরের আযান তো হয়ে গেছে। নামাযের সময়ও ঘনিয়ে এসেছে। এখন একটু নেমে নামায পড়ে নিন। নামাযের পর ইনশাআল্লাহ অবশিষ্ট কাজ সমাপ্ত করবেন।'

এরপর আবদুল্লাহ তার সুস্থতার দোয়া করে বললো, 'আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন।' লোকটি খুশী হয়ে বললো, 'হ্যাঁ, অবশ্যই। আমি এখনই নামছি।' এরপর সে ধীরে-সুস্থে গাছ থেকে নেমে এলো। নীচে নেমে সেসে আবদুল্লাহর সঙ্গে মোসাফাহা করলো। এরপর বললো, ‘সুন্দর ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। তবে যোহরের সময় যে লোকটা আমাকে দাওয়াত দিয়েছিলো তাকে ধরতে পারলে বুঝিয়ে দিতাম, গাধা কে?'!

ফলাফল ..

মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। মানুষও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে।

সোর্স; বই; লা-তাহযান


পোস্ট ট্যাগঃ
How to Get Motivated, How to Motivate Yourself, How to Stay Motivated, How to Keep Working, 19 Highly Effective Ways to Stay Motivated, housing loan, better refinance rates, house mortgage loan, us bank refinance, housing finance companies, wells fargo refinance.

Post a Comment

Previous Post Next Post