লেখক : প্রফেসর ড. আলী মুহাম্মেদ সাল্লাবী
অনুবাদ : বুরহান উদ্দিন
ইতিহাস হল একটি জাতির প্রাণ। একটি জাতির সমৃদ্ধ অতীত সুন্দর একটি ভবিষ্যত গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এ কারণেই ইসলাম ইতিহাস চর্চার প্রতি অনেক বেশী গুরুত্বারোপ করেছেন এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য কুরআনে বার বার আমাদের পূর্ববর্তীদের ইতিহাস তুলে ধরেছেন।
আমরা যদি সমগ্র পৃথিবীতে পুনরায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের অতীত ইতিহাসকে ব্যাপকভাবে চর্চা করতে হবে। আমরা যদি ইসরামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই খেলাফতে রাশেদার পরে তিনটি বড় খেলাফাত (উমাইয়্যা, আব্বাসী, উসমানী) গড়ে উঠেছিল। তারমধ্যে সেলজুক রাষ্ট্র, অনেক বেশী গুরুত্বপূর্ণ। কেননা এই রাষ্ট্রটিই বাইজান্টাইনদের বিরুদ্ধে এক বড় হুমকী সৃষ্টি করতে পেরেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই আজ এই রাষ্ট্র সম্পর্কে অবহিত নই। এই রাষ্ট্রটিকে সকলের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
----বুরহান উদ্দিন
বইটিতে যা যা রয়েছে-
১. তুর্কীদের উৎপত্তি ও ক্রমবিকাশ।
২. মুসলিম বিশ্বের সাথে যোগসূত্রতা।
৩. সেলজুক রাষ্ট্রের প্রতিষ্ঠা।
২. মুসলিম বিশ্বের সাথে যোগসূত্রতা।
৩. সেলজুক রাষ্ট্রের প্রতিষ্ঠা।
৪. সুলতান মুহাম্মাদ আলপারসলান (চারিত্রিক গুনাবলী ও মৃত্যু)।
৫. নিজামুল মূলক (রাষ্ট্রীয় সংষ্কার ও মৃত্যু)।
পোস্ট ট্যাগ:
সেলজুক রাজবংশ | সেলজুক সাম্রাজ্য | সেলজুক সাম্রাজ্যের উত্থান | ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় | সেলজুক সাম্রাজ্য পতন | সেলজুক সুলতানদের তালিকা | housing loan | better refinance rates | house mortgage loan | us bank refinance | housing finance companies | wells fargo refinance.
সেলজুক রাজবংশ | সেলজুক সাম্রাজ্য | সেলজুক সাম্রাজ্যের উত্থান | ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় | সেলজুক সাম্রাজ্য পতন | সেলজুক সুলতানদের তালিকা | housing loan | better refinance rates | house mortgage loan | us bank refinance | housing finance companies | wells fargo refinance.
Post a Comment