মাহমুদা সিদ্দিকা
বছর ঘুরে ফাগুন এসে
লাগায় রঙের আগুন
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
দেখতে লাগে দারুণ
দিবানিশি সৃষ্টি মাঝে
তোমার অনুভব।।
পাতা ঝরার দিনটা এসে
গাছের পাতা ঝরে
বর্ষাকালে বৃষ্টি এসে
সবুজ পাতায় ভরে।।
তুমি খালিক তুমি মালিক
বাঁচাও সবার প্রাণ
ফাগুন এলে যায় শোনা যায়
কোকিলেরই গান
ভোর সকালে সব পাখিরা
করে কলরব।।
পোস্ট ট্যাগ:
তুমি রহমান তুমি মেহেরবান, তুমি মেহেরবান অন্ধ গাহেনা, Tumi Ki Sei Tumi, তুমি রহমান লিরিক্স, Kalarab|Tarana, ইয়া রহিমু রহমান, তুমি রহমান হে বিধাতা, তুমি মেহেরবান গো নবী, লেখা গজল।
তুমি রহমান তুমি মেহেরবান, তুমি মেহেরবান অন্ধ গাহেনা, Tumi Ki Sei Tumi, তুমি রহমান লিরিক্স, Kalarab|Tarana, ইয়া রহিমু রহমান, তুমি রহমান হে বিধাতা, তুমি মেহেরবান গো নবী, লেখা গজল।
Post a Comment