মাহমুদা সিদ্দিকা
জীবনের বাঁকে বাঁকে জমা কতো ঋণ
শোধ করিতে গেলে বাজে বিদায় বীণ।
আজ নয় কাল হবে ভেবে দেই ছাড়ি
এভাবেই হয়েছে নেকির সাথে আড়ি।।
শোধ করিতে গেলে বাজে বিদায় বীণ।
আজ নয় কাল হবে ভেবে দেই ছাড়ি
এভাবেই হয়েছে নেকির সাথে আড়ি।।
নেকিগুলো গাঁথা মালা বকুলের ফুল
একটু হলেই ধুয়ে দেয় সব ধূল।
তবু কেন পোড়া মন বুঝে নাতো হায়
ছোট ছোট নেকিগুলো হোক অমলিন।।
পাহাড়ি ঝরনা মতো হয়না জীবন
ঝিলিমিলি ছন্দ গাঁথে নাতো মন
ঠিকানাবিহীন চলে এলোমেলো পথে
মরন আসিবে চলে অজানা রথে।।
জীবনের বাঁক জুড়ে ফুটবে ফুল
ভেঙে চুড়ে যাবে শত অজানার ভুল।
আকাশের রঙধনু বলে কার কথা-
ব্যথা ভুলো চোখ মুছ আসবে সুদিন।।
ব্যথা ভুলো চোখ মুছ আসবে সুদিন।।
পোস্ট ট্যাগ:
রংধনু আনোয়ারুল ইসলাম নান্নু, যাদব চৌধুরী-এর কবিতা রংধনু, রংধনু-এর কবিতার পাতা, রংধনু নিয়ে উক্তি, জাহাঙ্গীর আলম অপূর্ব, ইছছের রংধনু কবিতা ইচ্ছা, Bilingual Anthology, কবিতার রঙধনু।
Post a Comment