এরশাদ হচ্ছে (১) আলিফ লা-ম মী-ম। (২) এটি সেই কিতাব (আল কুরআন) যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। ইহা সেই সব মুত্তাকীন বা আল্লাহওয়ালাদের জন্য পথ প্রদর্শনকারী জীবন ব্যবস্থা, (৩) যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং যারা (ব্যাক্তি ও সমাজ জীবনে) নামাজ প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। (৪) এবং যারা যে কিতাব (আল কুরআন) তোমার ওপর নাযিল করা হয়েছে ও তোমার আগে (অন্যান্য নবীদের যেমন-ঈসা,মূসা, দাঊদ আঃ এর ওপর) যে সব কিতাব নাযিল করা হয়েছে সে সবের ওপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। (৫) বস্তুতঃ এ ধরনের গুণের লোকেরাই তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে সঠিক জীবন ব্যবস্থার ওপর রয়েছে এবং এরাই সার্থক এবং প্রকৃত সফল।
সূরার নামকরণ ঃ
এ সূরার ৮ম রুকুর ৬৭-৭১ নং আয়াত পর্যন্ত বনী ইসরাঈলদের প্রতি গরু কোরবানীর হুকুম দিতে গিয়ে ‘বাকারা’ শব্দের উল্লেখ করা হয়েছে। বিধায় আল্লাহর নির্দেশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘বাকারা’ শব্দটিকেই এই সূরার নাম হিসেবে রেখে দিয়েছে।
সূরা বাকার নামকরণের ফলে এটা মনে করা যাবে না যে, এতে শুধু গরু সম্পর্কে আলোচনা করা হয়েছে বরং বুঝতে হবে এটা সেই সূরা যাতে ‘বাকারা’ শব্দটি উল্লেখ আছে।
Post a Comment