মুত্তাকিনদের গুণাবলী বাকারা ১-৫ | Muttakinder Gunaboli

সরল অনুবাদঃ

এরশাদ হচ্ছে (১) আলিফ লা-ম মী-ম। (২) এটি সেই কিতাব (আল কুরআন) যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। ইহা সেই সব মুত্তাকীন বা আল্লাহওয়ালাদের জন্য পথ প্রদর্শনকারী জীবন ব্যবস্থা, (৩) যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং যারা (ব্যাক্তি ও সমাজ জীবনে) নামাজ প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। (৪) এবং যারা যে কিতাব (আল কুরআন) তোমার ওপর নাযিল করা হয়েছে ও তোমার আগে (অন্যান্য নবীদের যেমন-ঈসা,মূসা, দাঊদ আঃ এর ওপর) যে সব কিতাব নাযিল করা হয়েছে সে সবের ওপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। (৫) বস্তুতঃ এ ধরনের গুণের লোকেরাই তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে সঠিক জীবন ব্যবস্থার ওপর রয়েছে এবং এরাই সার্থক এবং প্রকৃত সফল।

সূরার নামকরণ ঃ

Darsul-Quran

এ সূরার ৮ম রুকুর ৬৭-৭১ নং আয়াত পর্যন্ত বনী ইসরাঈলদের প্রতি গরু কোরবানীর হুকুম দিতে গিয়ে ‘বাকারা’ শব্দের উল্লেখ করা হয়েছে। বিধায় আল্লাহর নির্দেশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘বাকারা’ শব্দটিকেই এই সূরার নাম হিসেবে রেখে দিয়েছে।

সূরা বাকার নামকরণের ফলে এটা মনে করা যাবে না যে, এতে শুধু গরু সম্পর্কে আলোচনা করা হয়েছে বরং বুঝতে হবে এটা সেই সূরা যাতে ‘বাকারা’ শব্দটি উল্লেখ আছে।

সূরাটি নাযিল হবার সময় কাল ঃ

অত্র সূরাটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাদানী জীবনের (তিনি মদিনায় অবস্থানকালীন সময়) প্রাথমিক পর্যায়ে নাযিল হয়েছে। রাসূল সাঃ এর মাদানী যুগে নাযিল হওয়াই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এটা কুরআন মাজিদের সবচেয়ে বড় সূরা। এত ৪০ টি রুকু ও ২৮৬ টি আয়াত রয়েছে।

সূরার বিষয়বস্তু ঃ

এই দীর্ঘতম সূরায় ইসলামের অধিকাংশ মূলনীতি নামায, রোযা, হজ্জ, যাকাত. বিবাহ-তালাক, হালাল-হারাম, ব্যবসা-বাণিজ্য, জিহাদ, যুদ্ধ ও শান্তি নীতি সহ বিভিন্ন বিষয়ের নিয়ম-নীতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এ ছাড়াও উল্লেখযোগ্যভাবে মুত্তাকীনদের বৈশিষ্ট্য, মুনাফিকদের পরিচয়, আদম ও হাওয়া (আঃ)- এর সৃষ্টির ইতিহাস, বনী ইসরাঈলদের প্রতি আল্লাহর নিয়ামত এবং তাদের নাফরমানীর কথাও বর্ণিত হয়েছে। তাছাড়া কিবলা পরিবর্তনের নির্দেশ (উল্লেখ্য পূর্বে আমাদের কিবলা ছিলো বায়তুল মাকদিস বা মুকাদ্দাস যা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত) এবং সবশেষে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনার জন্য আল্লাহ পাক তাঁর বান্দাহদের এক হ্রদয়গ্রাহী মুনাজাত শিখিয়ে দিয়েছেন।

পটভূমি ঃ



Post a Comment

Previous Post Next Post