পাড়াপড়শি কবিতা | Paraporshi Mahmuda Siddika | Poetry

মাহমুদা সিদ্দিকা

Poetry

বিপদ দেখে পাড়াপড়শি
মুখ বেঁকিয়ে হাসে
আল্লাহ ছাড়া তখন আমার
কেউ থাকে না পাশে।।
গরীব ঘরে বিপদ বাধা
নিত্য খেলা করে বুকে জ্বলা তুসের আগুন

অশ্রু হয়ে ঝরে
পাড়াপড়শির উপহাসটা
চোখে কেবল ভাসে।।
খালিক তুমি মালিক তুমি
রব্বুল আলামীন
দুঃখের দিনে তোমার দয়ায়
বাজে খুশির বীণ।।
বিপদ বাধা হাতের কামাই
জানি ওগো রব
বেশী বেশী তখন তোমায়
করি অনুভব।।
দূরু দূরু মনটা কাঁপে
অলীক সর্বনাশে।।

পোস্ট ট্যাগ : পাড়াপড়শি - লীলা মজুমদার | পাড়াপড়শি যতই নারী |  আইলা সবাই সারি সারি | পাড়াপড়শি আর আত্মীয়দের | পাড়াপড়শি সব কীভাবে | পাড়াপড়শি, এমন কি গোপনে গোপনে | কেহ-বা তার পাড়াপড়শি।

Post a Comment

Previous Post Next Post