কথা : কবি কাজি নজরুল ইসলাম
শিল্পী : জাইমা নূর
শিল্পী : জাইমা নূর
************লিরিক্স**************
মাসজিদেরই পাশে আমার, কবর দিও ভাই। (ii)
যেন, গোরে থেকেও
মুয়াজ্জিনের, আজান শুনতে পাই।
মাসজিদেরই পাশে আমার, কবর দিও ভাই।
আমার গোরের, পাশ দিয়ে ভাই,
নামাজিরা যাবে।
পবিত্র সেই, পায়ের ধ্বনি
এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে, এই গোনাহগার
আজাব থেকে, এই গোনাহগার
পাইবে রে..হাই।
মাসজিদেরই পাশে আমার, কবর দিও ভাই। (ii)
কত পরহেজগার, খোদার ভক্ত
নবীজির উম্মাত।
ঐ মাসজিদে, করে রে ভাই
কুরআন তেলাওয়াত। (ii)
সেই কুরআন শুনে, যেন আমি
পরাণও জুড়াই।
মাসজিদেরই পাশে আমার, কবর দিও ভাই। (ii)
কত দরবেশ, ফকির রে ভাই
মাসজিদের আঙ্গিনাতে।
আল্লাহর নাম, জিকির করে
লুকিয়ে গভীর রাতে। (ii)
আমি তাদের সাথে, কেঁদে কেঁদে
তাদের সাথে, কেঁদে কেঁদে।
নাম জপতে চাই
আল্লাহর নাম জপতে চাই।
মাসজিদেরই পাশে আমার, কবর দিও ভাই। (ii)
যেন, গোরে থেকেও
মুয়াজ্জিনের, আজান শুনতে পাই।
মাসজিদেরই পাশে আমার, কবর দিও ভাই......
পোস্ট ট্যাগ:
Masjideri pashe amar | কাজী নজরুল ইসলাম-এর কবিতা | Rajiya Risha Gojol | Lyrics | বিদ্রোহী কবিতার বিষয়বস্তু | আবৃত্তি লিরিক্স।
Masjideri pashe amar | কাজী নজরুল ইসলাম-এর কবিতা | Rajiya Risha Gojol | Lyrics | বিদ্রোহী কবিতার বিষয়বস্তু | আবৃত্তি লিরিক্স।
Post a Comment