কথা : নুরুজ্জামান শাহ
সুর : লিটন হাফিজ চৌধুরী
শিল্পী : জাইমা নূর
সুর : লিটন হাফিজ চৌধুরী
শিল্পী : জাইমা নূর
**************লিরিক্স****************
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন
হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ
বুকের উঠোনে নাচে নাজাতে দিন
কী যে সুখ! রব ছাড়া বুঝবে না কেউ।
কান পেতে শোনো গায় সাত আসমান
খোশ আমদেদ এলো মাহে রামাদান। (ii)
এই মাস মালিকের সেরা উপহার
অবহেলা করে তাকে হারাবো না আর। (ii)
সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন
ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।
এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই
ফোটাই ঠোঁটের পাড়ে হরফের ফুল
কদরের রাত যদি একবার পাই
মুছে যাবে জীবনের গুনা’খাতা ধুল।
এই মাস হেল করে যদি চলে যায়
তুমি বড় হতভাগা এই দুনিয়ায়। (ii)
রোযা রাখো ক্ষমা চাও খুলে আছে দ্বার
তাকাও দু’চোখ মেলে দ্যাখো রাইয়্যান।
কান পেতে শোনো গায় সাত আসমান
খোশ আমদেদ এলো মাহে রামাদান। (iii)
পোস্ট ট্যাগ:
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন লিরিক্স | রমজানের গান লিরিক্স | Mahe Ramjaner Gojol Lyrics | বৃষ্টির দিনে রহমতপ্রাপ্তির গজল | Jaima Noor | জাইমা নূর | Ramanda Covereed Song | housing loan | better refinance rates | house mortgage loan | us bank refinance | housing finance companies | wells fargo refinance
Post a Comment