বাংলাদেশের কান্না ও স্মৃতি | Bangladesher kanna o smriti

ইমরান মাহমুদ

Bangladesher kanna

আমি যে জন্ম নিলাম এই সোনার বাংলাদেশে

প্রকৃতির সৌন্দর্য, মানুষের উদ্ধারের নিশ্চয়তা দেয়

আমার কাছে সেই মহান দেশ সোনার বাংলাদেশ

এখানে প্রথম বাংলাদেশে ভাষার প্রকট সমর্থন হয়েছে।


জলের জন্য সদাই তারকার কন্যা সুরমা

ঘরে সদা কার্তিক বৈশাখ রঙ রমা

সমুদ্রের কথা বলে তারকার পুত্র মেঘ

বাতাসের ঝকারে ভারতবর্ষের মতন দেখা দিল আপন মেঘ।


বাংলাদেশের সূর্য আমাদের সব উজ্জ্বল প্রকাশ

পদ্ম মেঘনা গঙ্গা তীরে স্বর্ণ পদ্মবতী হয়ে উঠে দাঁড়িয়েছে সাশ্রয়।

গ্রীষ্মে কাঁচা আম হয়ে উঠে নাড়িয়ে যায়

বর্ষাকালে তার সুর ভরি উঠে আসার অপেক্ষা করে থাকে জমিদার বস্তিক।

পাখি গান গায় আমাদের পাঠানো বাতাসে

সেখানে নোয়াখালীতে নৌকা চলে এসে।


পোস্ট ট্যাগ:
দেড়শ বছরের পুরনো 'জগতি'র কান্না, স্মৃতির কান্না, আজ তারা শুধুই বেদনার স্মৃতি, সেই বাংলাদেশ থেকে, বাঙালির কান্নার দিন আজ, জীবন স্মৃতি।


Post a Comment

Previous Post Next Post